নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুরেন ইউসুফ হেলমেট পরিধান না করেই মটরসাইকেল সচল করার চেস্টা করছে। বার বার চেষ্টা করেও পারছে না। এরপর সে হেলমেট পরিধান করার পর মটরসাইকেল স্টাট দিতেই তা সচল হয়ে গেল। এবার ইউসুফের মুখে জয়ের হাসি।
আজ শনিবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চত্বরে জাতীয় চ্যাম্পিয়নশীপ জলবায়ু কর্ম প্রতিযোগীতায় ইউসুফের মতো আরও অনেক খুদে বিজ্ঞানী তাদের উদ্ভাবনী প্রদর্শনের জন্য নিয়ে এসেছিল। ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারুণ্যের সম্পৃক্ততাই পারে টেকসই ভবিষ্যত বিনির্মাণ করতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (জিইআইএসটি)।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইউসুফ জানায়, আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। তাদের মধ্য মটরসাইকেল দুর্ঘটনাই বেশি। মটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে হেলমেট ব্যবহার করার প্রবনতার কারণে প্রাণহানি ঘটছে। তার তৈরি প্রজেক্টটি হলো হেলমেট পরিধান না করলে মটরসাইকেল চালু হবে না। এক্ষেত্রে তার এ আবিস্কার প্রাণহানি কমবে। বর্তমান প্রজন্ম প্রযুক্তিতে আসক্ত বলে মনে করেন প্রবীণেরা। এমন আয়োজননে দেখা মিলল এই চিত্রের ঠিক বিপরীত চিত্র। মোবাইল ও ল্যাপটপে আসক্ত ছেলে-মেয়েরা যখন নতুন উদ্ভাবনী নিয়ে হাজির হয়, তখন এর আয়োজকদের প্রশংসা করেন অভিভাবকরা।
খুদে বিজ্ঞানীদের একটি দল বানিয়েছে এমন একটি শিক্ষার্থী সিস্টেম, যার সাহায্যে ফেলে দেওয়া বর্জ্য ও ধোয়া পরিশোধন করা যাবে। যাতে পরিবেশ দুষন হবে না। দলের সদস্য মোহাম্মদ মাহমুদ ইকবাল মিঠু, মুনতাসিরা নাবিলা ও সাইফ আল শামস বলে, যেখানে সেখানে ফেলা বর্জ্য থেকে কিভাবে পরিবেশ দূষনমুক্ত রাখা যায় সেই চিন্তা থেকেই তাদের এ প্রকল্প। এই আয়োজনে শুধু নতুন উদ্ভাবন নয়, নার্সারী হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অংশ নিয়েছে চিত্রাঙ্কন, দেয়ালিকা, উপস্থাপনা, বিজ্ঞান প্রকল্প ও অলিম্পিয়াডে।
এ প্রতিযোগীতায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম। স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় রাউন্ডের কো-অর্ডিনেটর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সোহেল রানা। জ্যেষ্ঠ শিক্ষক রায়কা শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব কুমার দেব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষাবিদ, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :