মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে থানা মোড়স্থ অভিযান চালিয়ে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে দখল করে গড়ে উঠা ১৮ টির বেশি কাঁচা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার থানা মোড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে থানা মোড় সংলগ্নে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতাংশ সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অনেকে ছোট-বড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল।এসব দখলদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি ও দেওয়া হয়েছে। এর পরও কেউ জায়গা ছাড়তে পারিনি। ফলে কোর্টে রায়ের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।এতে অবৈধভাবে দখল থেকে ৬৯ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই জায়গার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা যায়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন,বেদখল হওয়া জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিলো। কোর্টের রায়ের প্রেক্ষিতে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :