সহিদুল ইসলাম,ডোমার প্রতিনিধিঃ দুদকের করা দুই মামলায় আত্মসমর্পণ করলে বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৯শে এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালতে পৃথক দুই মামলায় জামিনের আবেদন করেন ইঞ্জিনিয়ার তুহিন। কর ফাঁকির মামলায় বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করেন বিচারক।
পরে, অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় বিশেষ জজ-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সেখানেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।
ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তিনি নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। নীলফামারী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জানা যায়, ২০০৭ সালে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল আদালত।
উল্লেখ্য, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে এবছরের ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে আইনী লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছিলেন বিএনপির একাধিক নেতা।
আপনার মতামত লিখুন :