ইঞ্জিঃ তুহিনকে আটকের প্রতিবাদে কিশোরগঞ্জ বিএনপির বিক্ষোভ


admin@saidpureralo প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন /
ইঞ্জিঃ তুহিনকে আটকের প্রতিবাদে কিশোরগঞ্জ বিএনপির বিক্ষোভ

মোঃ দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৯ মে) রাত ৮ টায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃত্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ‍্যা মামলা ও মুক্তির দাবীতে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পানির ফোয়ারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব‍্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহাগ হাসান, সদস‍্য আলমগীর হোসেন, পলাশ ইসলাম, আহবায়ক  উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহ আলম বাবু, সদস‍্য সচিব দেবাশীষ সরকার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনাবের ইবনে রুবেল, সদস‍্য সচিব সোহেল রানা রাসেল,যুবনেতা এনামুল হক, আনছারুল ইসলাম প্রমুখ।

ঢাকার বিশেষ জজ আদালতে পৃথক দুই মামলায় জামিনের আবেদন করেন ইঞ্জিনিয়ার তুহিন। কর ফাঁকির মামলায় বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করেন বিচারক।

ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তিনি নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। নীলফামারী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জানা যায়, ২০০৭ সালে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল আদালত।

উল্লেখ্য, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে এবছরের ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে আইনী লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছিলেন বিএনপির একাধিক নেতা।