ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ করোনার প্রথম দিকে পুরো পৃথিবী যখন স্তব্ধ। ঘরবন্দি মানুষ। চারদিকে মানুষের পলায়নপর অবস্থা। করোনা আতঙ্ক, উৎকণ্ঠা। চিকিৎসা বিহীন গণমানুষের অভিযোগ, এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না সাধারণ রোগীও সেই সময়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবায় নিজেকে উজার করে দিয়েছিলেন বলছি সেই মানবিক চিকিৎসক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ খন্দকার আরিফ হাসনাতের কথা। জলঢাকা উপজেলায় জন্ম ও বেড়ে উঠা ডাঃ আরিফ হাসনাত স্থানীয় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন রংপুর সরকারি কলেজে। ২০০৭ সালে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০১৩ সালে এমবিবিএস কোর্স ও ইন্টার্নশীপ শেষ করে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে ৩৯ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মেডিকেল অফিসার হিসেবে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং করোনাকালীন সময়ে প্রতিদিন ২৪ ঘন্টা রোগীর চিকিৎসা করে মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন উপজেলাবাসীর কাছে। ২০২৩ সালে পিজি হাসপাতাল থেকে ক্যানসারের উপর উচ্চতর ডিগ্রী এমডি অনকোলজি সম্পন্ন করে বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ক্যানসার) রেডিওথেরাপি বিভাগে কর্মরত। এছাড়াও তিনি নিয়মিত রোগী দেখেন রংপুর পপুলার কনসালটেশন সেন্টার ৩ এ।
সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আলী খন্দকার ও সহকারী শিক্ষিকা মঞ্জুমা খাতুনের চার সন্তানের মধ্যে ডাঃ আরিফ একমাত্র ছেলে। সহধর্মিণী ডাঃ তানিয়া তারজিন ত্বন্বী ও দুই কন্যা সন্তান নিয়ে ডাঃ আরিফের পরিবার।
স্কুলের সহপাঠী পাশা ডাঃ আরিফ হাসনাত সম্পর্কে বলতে গিয়ে বলেন, চিকিৎসা জগতে একজন সাহসী মানুষ সে। করোনাকালীন সময়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন নিজ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। বর্তমানে সে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এলাকার মানুষ সহ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এজন্য আমরা তার জন্য গর্ববোধ করি।
এদিকে ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক তাহমিদুর রহমান বাদল জানান, আমার নিকট আত্মীয়ের ক্যানসার চিকিৎসা করতে ঢাকা পিজি হাসপাতালে যেভাবে নিজেকে উজার করে দিয়েছিলেন এজন্য আমরা ডাঃ আরিফ হাসনাতের নিকট কৃতজ্ঞ। এরকম একজন মানবিক চিকিৎসকের জন্য আমরা জলঢাকার মানুষ গর্বিত।
আরিফ হাসনাত বলেন, মানুষের সেবা করতে চেয়েছি করেছি করোনাকালীন সময়ে কোন কিছুই বাধা হয়ে দাড়াতে পারেনি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এমন কাজের যুক্ত হবো যেখানে মানুষের সেবা করতে পারি। আর একজন চিকিৎসক হওয়ার সুবিধায় নির্বিঘ্নে মানবসেবা করতে পারছি এর চাইতে কি বড় সুখ আছে। আল্লাহ পাক আমার সে ইচ্ছা পুরন করেছে। দোয়া চাই আমি যেন ক্যান্সারসহ বিভিন্ন রোগীর সেবা করতে পারি।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.