মোঃ সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮শে এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে, বেলা ১২টায় তাকে জেলা আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত শওকত আলীর পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সুত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাঁধা, গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার মামলা নং- ২০(১০)২৪ এর এজাহার নামীয় আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.