মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখার দীর্ঘ ১৫ বছর পর উৎসবমূখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলন আগামী ২৬ এপ্রিল শনিবার স্থানীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৈয়দপুর রাজনৈতিক জেলার অধিন্যস্ত ইউনিট কিশোরগঞ্জ উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড কটমিটির সুপার ৫ এবং উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে উপজেলা যুবদলের নেতা নির্বাচিত হবে। পাচঁ পদে ভোট গ্রহণ হওয়ার কথা থাকলে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু সভাপতি, বেলায়েত হোসেন বিলু সিঃ সহ সভাপতি ও ওবায়দুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত শুক্রবার উপজেলা যুবদলের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দান ২১ ও ২২ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত।একই দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহমুদুল হক টিপু,সিঃ সহ সভাপতি বেলায়েত হোসেন বিলু সাংগঠনিক সম্পাদক পদে ওবায়দুর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। অপর দুটি ২টি পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম ও সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম দুলু। যুগ্ম সাধাঃ সম্পাদক পদে হাসানুর রহমান আনছারুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই ২টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীর মধ্যে একটি উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।দীর্ঘ ১৫ বছর পর প্রত্যক্ষ ভোটে আগামী উপজেলা যুবদলের নেতৃত্ব প্রকাশ পেতে যাচ্ছে। আগামী ২৬ এপ্রিল উপজেলা যুবদলের দ্বি বার্ষিক সম্মেলনে ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন জানা গেছে।
একাধিক ভোটার এই প্রতিবেদককে জানান, দীর্ঘ ১৫ বছর পর যুবদলের সম্মেলন হচ্ছে। আমরা আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবো।যার হাতে দল নিরাপদ মনে হবে আমরা তাকেই ভোট দিবো এবং আমরা ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মী ভোট দিতে পেরে আনন্দিত ও গর্বিত।
সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম আনারস মার্কা, নজরুল ইসলাম দুলু চেয়ার মার্কা, ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান ফুটবল ও আনছারুল ইসলাম মাছ মার্কা নিয়ে লড়াই করবেন।
আপনার মতামত লিখুন :