মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রিফাত হোসেন (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার বড়ভিটা ছিট গাড়াগ্রাম এলাকার তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই এলাকার গোলাম মোস্তোফার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে রিফাত বন্ধুদের সঙ্গে ক্যানেলের পানিতে গোসল করতে নামেন। এসময়ে সে পানিতে ডুবে যায় তা দেখে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় ছুটে আসে। তারা এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সৈয়দপুরের আলো কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.