বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ও ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা


admin@saidpureralo প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন /
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ও ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা

মোসাইফুল ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহিনুর আলম মাস্টার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি ও সুমন সওদাগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, আহবায়ক কমিটির সদস্য সায়েবীন আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমূখ।