মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে মাসব্যাপী সবার জন্য ইফতার কার্যক্রম পরিচালনা করছেন শেখ আলিম মিন্টুর ব্যবস্থাপনয় ‘শেখ সাদ কমপ্লেক্স লিমিটেড । শহরের বিভিন্ন মসজিদসহ, রেলষ্টেশন, বাস টার্মিনাল গুরুত্বপূর্ণ মোড়ে প্রথম রোজা থেকেই এই কার্যক্রম চলছে। প্রতিদিন প্রায় একহাজার রোজাদার মানুষের মাঝে বিরিয়ানি, বিভিন্ন ফলসহ ইফতার সামগ্রী প্যাকেট করে বিতরণ করা হচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শেখ সাদ কমপ্লেক্স থেকে ভ্যান ও পিকআপে করে নির্ধারিত স্থানে প্যাকেট এনে ইফতার বিতরণ কাজ পরিচালনা করা হয় । তারেই ধারাবাহিক শনিবার সৈয়দপুর শহরের পুলিশ লাইন্স এলাকা সংলগ্ন ও পুরাতন পোস্ট অফিস মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে শেখ সাদ কমপ্লেক্স ও আইফা রয়েল বেঙ্গল লাম্বরী হোটেল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আলিম মিন্টু বলেন মাসব্যাপী সৈয়দপুর বাসীর জন্য এই ইফতার বিতরণ কর্মসূচি নিয়েছি। এ বছরের ন্যায় প্রতিবছরের এই কর্মসূচি অব্যাহত থাকবে ।তিনি আরও বলেন, এ ধরনের মানব সেবামূলক কাজের মাধ্যমেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। এ জন্য আল্লাহ রহমত ও সৈয়দপুরবাসীর দোয়া চাই। যাতে ইনশাআল্লাহ্ এই কার্যক্রম অব্যহত রাখতে পারি।
আপনার মতামত লিখুন :