কেউ যেন সিন্ডিকেটের শিকার না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে: ক্রীড়া উপদেষ্টা


admin@saidpureralo প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন /
কেউ যেন সিন্ডিকেটের শিকার না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে: ক্রীড়া উপদেষ্টা

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে দলে না রাখায় চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যে উঠেছে জাতীয় দলে সিন্ডিকেট প্রসঙ্গও। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বলেছেন সিন্ডিকেট হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

আর সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।সৃষ্ট সঙ্কট কোন সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’