মোঃ সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর দ্বিতীয় সেমিফাইনালে বগুড়ার বিপক্ষে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা।
বৃহস্পতিবার (২রা জানুয়ারী) দুপুর ৩টায় উপজেলার বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচ।
এতে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও বগুড়ার গাবতলী রক্সি প্রমীলা ফুটবল একাডেমি। খেলার প্রথমার্ধে কণার গোলে ১-০ তে এগিয়ে যায় লালমনিরহাট। দ্বিতীয়ার্ধে সুরভী ও মুনকির গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে এসে পরপর কয়েকটি আক্রমণ করলেও লালমনিরহাটের গোলরক্ষক হিমির ইস্পাতসম প্রাচীর ভেঙে গোল করতে পারেনি বগুড়া।
প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন- স্মৃতি রানী নাথ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন- মোঃ ওয়াহেদুল ইসলাম বকুল ও শরিফুল ইসলাম শুভ।
বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন জুয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রবিউল ইসলাম, আসাদুজ্জামান দিপু চৌধুরী, মোঃ খাদিমুজ্জামান রিবন সহ আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিদের আয়োজনে সফলভাবে টুর্নামেন্টটির এবারের আসরের ৬টি ম্যাচ শেষ করেছে।
আয়োজক কমিটি জানায়, আগামী রবিবার (৫ই জানুয়ারী) দুপুর ২টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে- জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। টুর্নামেন্টটি আয়োজনের মাধ্যমে মাদককে ‘না’ বলা ও যুবসমাজের মাঝে ক্রীড়ার প্রতি অনুরাগ সৃষ্টি করাই আয়োজক কমিটির মূল লক্ষ্য। টিকিট কেটে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষজন আসছেন।
আপনার মতামত লিখুন :