মোঃ সাইফুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হয়েছে।
এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, এতিমখানার শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান, মাজহারুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগী, সুবিধাভোগী ও উপকারভোগী যাতে সুষ্ঠুভাবে সরকারি সুবিধাগুলো পেয়ে থাকেন সেজন্য সমাজের সকলকে সচেতন হবার আহবান জানান।
আপনার মতামত লিখুন :