তৌসিফ রেজা আশরাফি (সৈয়দপুর) প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য "এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১০ নং ওয়ার্ড কাজিহাটে ব্লাক বুল এগ্রো ফার্মে ২৯ই ডিসেম্বর (শুক্রবার) কেয়ার অফ সৈয়দপুর সংগঠনের উদ্যোগে দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি মোহাম্মদ আজমাল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসিফ। কেয়ার অফ সৈয়দপুর এর সদস্যদের মধ্যে বাবলু, রিদয়,মোহাম্মদ সিমন,মোহাম্মদ সায়েফ,শেখ শুভ,রিদয় দেওয়ান সহ শহরের কিছু ব্যবসায়ীদের উপস্থিতিও পরিলক্ষিত হয় উক্ত বিতরণী অনুষ্ঠানে।
প্রকৃত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়ায় সুফি মোহাম্মদ আজমল হোসেন উক্ত সংগঠনকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসিফ জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। তাই তিনি সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
প্রতিষ্ঠাতা : মোঃ মারুফ হোসেন লিয়ন
নিবার্হী সম্পাদক: মোঃ ফিরোজ আহমেদ
মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫ & ০১৮৩৩৭৭৫৫৯৯ ইমেইলঃ [email protected] অফিসঃ শহীদ স্মরণী ডাক বাংলো মোড় সংলগ্ন,সৈয়দপুর নীলফামারী
Copyright © 2025 Saidpurer Alo. All rights reserved.