সৈয়দপুরে বিএনপির মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত


saidpureralo প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ /
সৈয়দপুরে বিএনপির মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ নির্বাহী সম্পাদক:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। এছাড়া ওই দোয়া-মাহফিলে ছাত্র – জনতার গণআন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাও করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, ওলামা দল নেতা ক্বারী মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু ,সাধারণ সম্পাদক সাজেদুর সরকার দিনার, আলফ্রেড টিটো চৌধুরী, ফিরোজ আহমেদ
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, ছাত্র জনতার গণআন্দোলন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। দেশবাসী ১৬ বছরের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। ৫ আগস্টের পর থেকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এসব হয়েছে গণআন্দোলনের কারণে।
বক্তারা বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর ওইসব ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের পাশে দাড়াতে হবে। তাদের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তারা। নেতৃবৃন্দ বলেন ছাত্র জনতার এ বিজয় ধরে রাখতে হবে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা,থানা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,
কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতীদল,মহিলাদলের সকল পর্যায়ের,নেতাকর্মী অংশ নেন।