নিজস্ব প্রতিবেদকঃ নীলফমারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। আটকা পড়েন বিমানের যাত্রীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে ছুটে যান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ। বেলা ৩ টার দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন একজন প্রমানিত ধর্ষক। নারী কেলেঙ্কারীর কারণে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছিল। কিন্তু গত মাসের ৭ তারিখে আবারও যোগদান করার পর থেকে বেপরোয়া হয়ে ওঠেছে। আমাদের কাছ থেকে অতিরিক্ত টিউশিন ফি আদায় করছে। তারা আরও বলেন, প্রধান শিক্ষক শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। এত বড় বিদ্যালয়ে ওয়াশরুম ও কমনরুম নেই। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধমকি দেন তিনি। কাদের ইশারায় একজন ধর্ষক পুনরায় প্রধান শিক্ষকের পদে যোগদান করলেন চিহ্নিত করে তাদেরও বিচারের দাবি জানান আন্দোলনকারীরা।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ এর আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে আমাকে সামায়িকভাবে বহিস্কার করা হয়েছিল। আমি নির্দোষ প্রমানিত হয়েই আবারও যোগদান করি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারাই ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের এভাবে সড়কে নামিয়েছে। আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখুক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী বলেন, শুনেছি এ ব্যাপারে শিক্ষার্থীরা আমার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি এখনও সেটি হাতে পাইনি। কেননা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সৈয়দপুর পৌর কার্যালয়ে আছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :