সৈয়দপুরের আলো প্রতিবেদকঃ তারাগঞ্জ উপজেলার ১ নং আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ভীমপুর মেডিকেল মোড়ে একদিনের জন্য ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত ২২ নভেম্বর ২০২৪ ইং শুক্রবার স্থানীয় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “রুরাল সাপোর্ট ফাউন্ডেশন” উক্ত ক্যাম্পেইন এর আয়োজন করে। এদিন এলাকার অন্তত তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা হয়।
সংগঠনটির সভাপতি জনাব এসএম আশিকুর রহমান জানান, “রুরাল সাপোর্ট ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০২৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণে অংশীদারিত্ব করা। আমাদের এই সংগঠন একদিন সম্পুর্ন দেশে কল্যাণ মূলক কাজে অংশ নিবে ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :