স্টাফ রিপোর্টারঃ উত্তর জনপদের সীমান্ত ঘেঁষা জেলা নীলফামারী। বরাবরেই হেমন্তের শুরুতেই এ অঞ্চলের মানুষের মাঝে অনুভূত হয় শীতের আমেজ। এবারে শুরু হয়েছে শরতের শেষ দিকে। মৃদু কুয়াশা যেন শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত হঠাৎই কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে নীলফামারীসহ উত্তরের জনপদ।গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নীলফামারী জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা মিলেছে কুয়াশার এ চিত্র। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা নীলফামারীতে বরাবরই আগে থেকেই অনুভূত হতে থাকে শীত। কিন্তু এবারের চিত্র একটু ভিন্ন। গত কয়েক দিন ধরে রাতের শেষ ভাগ থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত অনুভূত হচ্ছে শীত, আর সকালের আকাশ ছেয়ে থাকছে কুয়াশা চাঁদরে।এদিকে, তিস্তা নদী বেষ্টিত বেশীরভাগ এলাকাতে প্রায় সকাল ৯টা পর্যন্ত চারিদিক আচ্ছন্ন হয়ে থাকছে কুয়াশায়। রাতের শুরুতেই অনুভূত হচ্ছে শীত। ফলে, কাজে যেতে পারছেন না নদী থেকে পাথর কুড়িয়ে পরিবার চালানো ওই এলাকার নিম্ন আয়ের মানুষজন। জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ধনীপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে কৃষক আবু বকর জানান, ‘দিনত (দিনে) গরম থাকিলেও (থাকলেও) রাইত (রাত) যত ভারী হয়, কুয়াশা আর ঠান্ডা ততই বাড়ে। সকালেও কুয়াশা থাকে।নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশুরোগ বিশেষজ্ঞ) ডা. মো. আব্দুল আউয়াল জানান, এই আবহাওয়ায় গর্ভবতী মা ও শিশুদের প্রতি খুবই যত্নবান হওয়া প্রয়োজন। প্রতিদিন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন বয়স্ক ও শিশুরা। আমরা আমাদের স্বাধ্যমত স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিচ্ছি। জানতে চাইলে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়ায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশু ও গর্ভবতী মায়েরা। জেলার বিভিন্ন স্থান থেকে অনেকেই সেবা নিতে এখানে আসছেন। এখান থেকে সব ধরনের স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হচ্ছে।নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের সীমান্ত ঘেঁষা হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলার। সে কারণে বরাবরেই হেমন্তের শুরুতেই এই জনপদে শীত অনুভূত হয়। গত কয়েক দিন ধরে রাতের তাপমাত্রার পারদও কমছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মৃদু কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারিদিক। সব মিলিয়ে শীতের আগাম বার্তা জানান দিচ্ছে এ জনপদে।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো