মোঃ সাইফুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় স্মরণসভায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন ও সায়েবীন আলম, জুলাই-আগস্ট অভ্যুত্থানে গুলিতে চোখ হারানো রশিদুল ইসলাম, গুলিতে আহত বাদশাহ মোহাম্মদ নাজ্জাসীর পিতা শামসুজ্জামান তপন, গাজীপুরের শফীপুরে গুলিতে আহত রিক্সাচালক গোলজার হোসেন প্রমূখ। স্বরণসভা শেষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোআ অনুষ্ঠিত হয়।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো