স্টাফ রিপোর্টার নীলফামারীঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, ব্ল্যাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান, সনদ প্রদান, ডায়াবেটিস নির্ণয় ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও ৬ উপজেলার ২৯ জন প্রশিক্ষানার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬ লাখ ৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।এসময় নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিল গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর শহীদুল ইসলাম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমঙ্গীর হোসেন, দীপ্তমান যুব উন্নয়ন সংস্থার জেলার সভাপতি আব্দুল মোমিন, নতুন অনুপ্রেরণা যুব এসোসিয়েশনের জেলার সভাপতি ছবি রানী, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আকতারুজ্জামান প্রমূখসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তাসহ আরও অনেকেই।বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ক্লিন রিভার বাংলাদেশের সহযোগীতায় শহরের বামন ডাঙ্গা নদীর একটি অংশ পরিস্কার-পরিচ্ছন্ন ও গনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো