মো সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে মুসলিম জাতির পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশের প্রখ্যাত আলেম ওলামাগন।আগামী শুক্রবার ও শনিবার (০৬ ও ০৭ই ডিসেম্বর) বাদ মাগরিব হইতে উপজেলার হরিনচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মসজিদের উন্নয়ন কল্পে-এলাকাবাসী ও যুব কল্যাণ পরিষদের উদ্দ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হইবে।
প্রথম দিন আলহাজ্ব মোঃ এছাহাক আলী'র সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ নাজমুল আলম নিশাত (বিভাগীয় প্রধান, সময় টিভি, রংপুর)।প্রধান আলোচক হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মাওঃ মুফতি আবুল হাসান দোহারি (সাতক্ষীরা)।বিশেষ মুফাসসিরঃ হাফেজ মাওঃ সাদ্দাম হোসেন জিহাদি (ডোমার)।আরো তাফসীর পেশ করবেন হাফেজ মাওঃ ক্বারী আবু সাঈদ জালালী (জয়পুরহাট)।
দ্বিতীয় দিন মোঃ আজিজুল ইসলাম'র (সাবেক চেয়ারম্যান, হরিণচড়া ইউপি) সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল (বিশিষ্ট ব্যবসায়ী ডোমার)।প্রধান আলোচক হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওঃ মুফতি হাফিজুর রহমান জিহাদি (কুষ্টিয়া)। বিশেষ মুফাসসিরঃ হিসেবে তাফসীর পেশ করবেন হযরত মাওঃ মোঃ আব্দুল খালেক (সহকারী অধ্যাপক ডোমার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। আরো তাফসীর পেশ করবেন হযরত মাওঃ মোঃ আব্দুস সালাম (খতিব, অত্র জামে মসজিদ)।
বিশেষ দ্রষ্টব্যঃ উক্ত মাহফিলে কসমেটিক ও মনিহারী দোকান বসানো নিষেধ করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো