ডিমলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


saidpureralo প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ /
ডিমলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নূর মোহাম্মদ সুমন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে দূর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রবিবার (৩০ জুন) উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা বাস্তবায়নে- উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন, আব্দুল্লাহ আল মামুন পরিচালক উন্নয়ন ও পরিকল্পনা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর -ঢাকা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানা (ওসি তদন্ত) আঃ রহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার প্রমূখ।এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।