নূর মোহাম্মদ সুমন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রকাশ্যে প্রায় ১৭ বছর পর নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় খোলা ময়দানে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনের আয়োজন করেন। এতে জামায়াতে ইসলামী কর্মী (মুসলিম, অমুসলিম) সহ অসংখ্য গণজমায়েত দেখা গেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইসলামীয়া কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৭ টা থেকে ডিমলা উপজেলার বিভিন্ন ওয়ার্ড হতে জামায়াতে ইসলামী'র কর্মীরা এতে যোগদান করেন।
সম্মেলেনে উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী রোকনুজ্জামান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, টিম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারিনি। দাড়ি-টুপিওলা মানুষদের এবং অনেক মুসলিম ভাইদের লাঞ্ছিত করেছে জালিম সরকারের লোকজন। আল্লাহ্ তার বিচার করেছেন। তাই দীর্ঘদিন পর হলেও আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এবং কর্মী সমাবেশ করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো