জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক – ১


saidpureralo প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৪, ৯:৩৯ পূর্বাহ্ণ / ৪০
জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক – ১

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ১৮০ (একশত আশি )বোতল ফেনসিডিলসহ- ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গতকাল সোমবার (পহেলা এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার দুন্দীবাড়ী-চাওড়াডাঙ্গী গামী চকচকার দোলা ছোট সাইপোন হতে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল জব্দ করা হয়।যাহার অনুমানিক মূল্য-২৭০,০০০/= (দুইলক্ষ সত্তর) হাজার টাকা।আটককৃক্ত ব্যক্তি হলেন পাশ্ববর্তী ডিমলা উপজেলার উত্তর সোনাখুলীর মিলন পাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ মইনুল হক (৩৫)।এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দুন্দীবাড়ী-চাওড়াডাঙ্গী গামী চকচকার দোলা ছোট সাইপোন হতে বিশেষ কায়দায় তৈরি বস্তার ন্যায় ব্যাগে ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়।এই ঘটনায় জলঢাকা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) /৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে জলঢাকায় অভিযান চলমান থাকবে।