ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মালবাহী ট্রাকের পিছনের চাকা সাথে পিষ্ট হয়ে তানজির মেহেদি হাসান তুহিন (২৮) নামে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জলঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্প নামক স্থানে এই ঘটনা ঘটে। জলঢাকা থানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তুহিন উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শীমুলবাড়ী চেয়ারম্যানপাড়া গ্রামের গোলাম আজমের ছেলে। জলঢাকা থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম জানায়, শনিবার দুপুরে নিলয় নির্জন এন্টারপ্রাইজ নামের মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ-১৫-৯০১৫) ডালিয়া সুটিবাড়ী থেকে রংপুর শহরের দিকে যাওয়ার পথে দুপুর ১: ৩০ মিনিটে ট্রাকটি জলঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্প নামক স্থানে পৌঁছালে উল্টোদিক থেকে আসা মোটর সাইকেল আরোহী ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়। এতে ঘটনা স্থলেই মোটর সাইকেলের চালক মেহেদী হাসান তুহিন নিহত হয়। জলঢাকা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল ঘটনা বিষয়ে নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করে ট্রাক ও চালক আমাদের হেফাজতে আছে। নিহত ব্যক্তির পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো