জলঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 


saidpureralo প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ /
জলঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে সনাতনী সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান – প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়।এসময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে বক্তব্য রাখেন মুখপাত্র কানাই কৃষ্ণ দাস, নির্মলেন্দু রায়,লিটন কর্মকার প্রমূখ। এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশের সনাতনীদের অন্যতম নেতা এবং একজন ধর্মীয় গুরুকে বিমানবন্দর থেকে ডিবি যেভাবে গ্রেফতার করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।ইতিমধ্যে পাবলিক পরীক্ষায় অটোপাস সহ অনেক কিছু দাবী মেনে নেওয়া হয়েছে। তাহলে আমাদের অধিকারের ন্যায্য ৮ দফা দাবী মানতে সমস্যা কোথায়? বক্তারা আরও বলেন, অনতি বিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেয়া না হলে সারা দেশের মতো জলঢাকার সনাতনীরা রাজপথে নেমে আসবে।দ্রুত আমাদের নেতাকে মুক্তি না দিলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমাদের কর্মসূচি পালন করবো।উল্লেখ্য, সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি চট্টগ্রামে হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ ছিলেন।