মোঃ সাইফুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ বিএনপি আন্দোলনে ছিলো, আন্দোলনে আছে এবং জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলনে থাকবে।
গত শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথি বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বক্তৃতায় উপরোক্ত কথা বলেছেন।
পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, দলের রংপুর বিভাগীয় সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবয়াদুল হক জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুর রহমান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী প্রমুখ।
এসময় বিরামপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ভোট চোর আওয়ামীলীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সেজন্য ২০১৪ই সালে বিনা ভোটে, ২০১৮ সালে রাতের ভোটে এবং ২০২৪ সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন । ডাঃ জাহিদ হোসেন জুলাই ও আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বৈষম্যহীন দেশ গড়তে দিনাজপুর-৬ আসনের জনগণ সহ সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
আপনার মতামত লিখুন :