জে.আর.জামান, খানসামা( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট আজগার মেম্বার পাড়া ও ছাগলহাটি এলাকায় দুই দিনের ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ৩৪ জন এবং প্রায় ১০ টি গরু-ছাগল। এতে আতঙ্কিত অবস্থায় আছে এলাকাবাসী দিন কাটাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনিবার (১২ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) রাত ১১ টা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত মোট ৩৪ জন রোগী চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন। আজ সর্বোচ্চ ২২ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। সবাই পাকেরহাট আজগার মেম্বার পাড়া, ছাগল হাটি রোডসহ বাজারের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে পাকেরহাট আজগার মেম্বার পাড়া এলাকায় দুইটি কুকুর এক শিশুকে কামড় দেয়। এরপরে কয়েকটি গরু-ছাগলকে কামড় দেয়। কুকুর দুটি পাগলা কুকুর বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিক ভাবে কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা আক্রান্ত হওয়ায় এলাকাবাসী শঙ্কিত।
স্থানীয় মুকুল ইসলাম বলেন, আমার ৬ বছর বয়সী নাতি কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে। এলাকার সবাই আতংকিত। তাই এটি প্রতিরোধে সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান রইলো।
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, সম্প্রতি একদিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে কখনো আসেনি। তবে দুই দিনে দফায় দফায় কুকুরের কামড়ে সর্বোচ্চ সংখ্যক আহত রোগীরা এসেছে। আর হাসপাতালে আসা আহতদের ভ্যাক্সিন দেয়া হয়েছে। এই বিষয়ে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, বিষয়টি ইতিমধ্যেই জেনেছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো