মোঃ সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪'র ফলাফল। নীলফামারীর ডোমার উপজেলার মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবছর জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন পরীক্ষার্থী। তবে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৬ জন পরীক্ষার্থীর কেউই পাস করেনি।
মঙ্গলবার (১৫ই অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ডোমার সরকারি কলেজের ২৩ জন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের ১৬ জন, চিলাহাটি সরকারি কলেজের ৯ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ৫ জন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ৩ জন ও গোমনাতী মহাবিদ্যালয়ের ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পান।
অপরদিকে, আলিম পরীক্ষায় ডোমার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৪ জন ও চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ১ জন সহ মোট ৫ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি। আবার, এইচএসসি পরীক্ষায় উপজেলার বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৬ জন পরীক্ষার্থীর মাঝে কেউই পাস করেননি বলে জানা গেছে।
উল্লেখ্য, এবছর ডোমার উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৯৯৬ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এবছর উপজেলায় গড় পাসের হার ৭৩ দশমিক ৮০ ভাগ।
নির্বাহী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ শাহাজাহান আলী মমন
প্রতিষ্ঠাতাঃ মোঃ মারুফ হোসেন লিয়ন
অফিস ঠিকানাঃ
অফিসঃ শহিদ স্মরণী, ডাক বাংলো মোড় সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুনঃ saidpureralo@gmail.com মোবাইলঃ ০১৪০৬০৬৮১৪৫, ০১৮৩৩৭৭৫৫৯৯
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক সৈয়দপুরের আলো