এইচএসসি ফলাফল : ডোমারে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন, এক প্রতিষ্ঠানের পাস করেনি কেউই


saidpureralo প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ /
এইচএসসি ফলাফল : ডোমারে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন, এক প্রতিষ্ঠানের পাস করেনি কেউই

মোঃ সাহিদুল ইসলাম, ডোমার প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪’র ফলাফল। নীলফামারীর ডোমার উপজেলার মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবছর জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন পরীক্ষার্থী। তবে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৬ জন পরীক্ষার্থীর কেউই পাস করেনি।

মঙ্গলবার (১৫ই অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ডোমার সরকারি কলেজের ২৩ জন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের ১৬ জন, চিলাহাটি সরকারি কলেজের ৯ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ৫ জন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ৩ জন ও গোমনাতী মহাবিদ্যালয়ের ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পান।

অপরদিকে, আলিম পরীক্ষায় ডোমার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৪ জন ও চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ১ জন সহ মোট ৫ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি। আবার, এইচএসসি পরীক্ষায় উপজেলার বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৬ জন পরীক্ষার্থীর মাঝে কেউই পাস করেননি বলে জানা গেছে।

উল্লেখ্য, এবছর ডোমার উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৯৯৬ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এবছর উপজেলায় গড় পাসের হার ৭৩ দশমিক ৮০ ভাগ।