জলঢাকায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 


saidpureralo প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ / ৪৭
জলঢাকায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ “সৃজনশীল প্রজন্ম – সমৃদ্ধ আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। পরে বিকেলে ৫ টি ইভেন্টে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় ২০ টি স্কুল, কলেজ ও মাদরাসার ২ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।